২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণির লটারীতে নির্বাচিত ফলাফল ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি নির্দেশনাঃ- ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি লটারী। ২০২৫ সালের এস. এস. সি পরীক্ষার্থীদের ফরম পুরন প্রসঙ্গে। ২০২৪ সালের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষনা

Head Teacher Message

প্রধান শিক্ষক

“Education is not Preparation of life, rather it is living” শিক্ষা শুধু জীবন প্রস্তুতির উপায় নয়, তা জীবন-যাপনের প্রণালীও বটে। শিক্ষাকে জীবনব্যাপি অনুসরণীয় প্রক্রিয়া হিসেবে দেখতে হবে এবং অভিজ্ঞতাকে শিক্ষা লাভের স্বাভাবিক কৌশল হিসেবে বিবেচনায় রাখতে হবে। আধুনিক শিক্ষা দর্শনে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্রবোধ জাগ্রত করা এবং তাকে আত্মসত্তার আস্থাবান করে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত।
এ স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত পাঠ্যক্রম, সহ–পাঠ্যক্রম কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক গুণাবলীর সর্বোচ্চ উৎকর্ষ সাধন যাতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে দেশ ও জাতিকে উপযুক্ত নেতৃত্ব দিতে পারে। অভীষ্ট লক্ষ্য অর্জনে এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অভিজ্ঞ, প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ল্যাব ও ব্যবহারিক ক্লাস এবং অত্যাধুনিকস্মার্ট ক্লাস রুম। । এ প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক তথ্য ও বইসমৃদ্ধ লাইব্রেরি; যেখানে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বই।প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত এবং প্রকৃতিগতভাবে সাবলীল একটি আবাসিক প্রতিষ্ঠান।

Asst. Head Teacher Message

মোঃ মজিবর রহমান

সহঃ প্রধান শিক্ষক

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়, নওহাটা, পবা, রাজশাহী’র ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। সারা বিশ্বের শান্তির নগরী ও শাহ মখদুম বিমানবন্দরের পার্শে নওহাটার প্রাণ কেন্দ্রে গড়ে ‍উঠা নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সরকারের ভিশন ২০২১ ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকারী বিধি ও নির্দেশ মোতাবেক ওয়েব সাইটটি ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সাইটটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ভর্তি কার্যক্রম থেকে শুরু করে ফলাফল প্রস্তুত করাসহ সকল কাজ অনলাইন সফটওয়ারের মাধ্যেমে সম্পন্ন করার পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আশা করছি ভবিষ্যতে ছা্এ ও শিক্ষকদের ডাটাবেজ তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে।বিদ্যালয়ের আপডেট তথ্য সকলের কাছে পৌছে দেওয়ার জন্য নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ওয়েব সাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ , যার মধ্যে দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। সব কাজ প্রতিষ্ঠানে বসেই আদান প্রদান করতে পারব। এতে আমাদের সময় সাশ্রয় হবে এবং কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে। এজন্য আমি প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আনন্দিত। নিয়মিতভাবে ওয়েব সাইটটি ব্যবহার করার জন্য সংম্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রাখা হলো।

Our School History

১৯৯৩ সাল- তৎকালীন ভূমি প্রতিমন্ত্রী জনাব এডভোকেট কবীর হোসেন (ভূমি প্রতিমন্ত্রী) মহোদয় নিজেই উথূপন করেন যে পবা উপজেলায় নারী শিক্ষার অগ্রগতির লক্ষে পবা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নওহাটায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন । এ লক্ষে জমি নির্বাচন করার জন্য তখন নওহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব আশরাফ আলী দেওয়ান, এনায়েত উল্লাহ, মকবুল হোসেন সমস্বরে বলেন নওহাটা উচ্চ বিদ্যালয়ের পশিচম প্রান্তের জমির কথা। পরবর্তীতে ভূমি প্রতিমন্ত্রী মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ সাহা, মোঃ মেরাজ উদ্দিন মোল্লা, আশরাফ আলী দেওয়ান, এনায়েতুল্লাহ, মাসুদ আহম্মেদ খান, ডাঃ মোঃ জাহাঙ্গীর খান, আব্দুল কুদ্দুস মিঞা, মোঃ আমজাদ হোসেন, মকবুল হোসেন, নুরূল ইসলাম, মোঃ আব্দুল গফুর সরকার (ইউ, পি, চেয়ারম্যান) প্রমুখ ব্যাক্তিবর্গকে নিয়ে দলমত নির্বিশেষে একটি কমিটি গঠন করেন এবং এজাহারুল ইসলামকে ছাএী ভর্তি করার নির্দেশ দেন। উল্লেখ্য বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সমস্ত অর্থায়ন করে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। বিদ্যালয় গঠনের সকল সহায়তা প্রদান করেন U.N.O পবা বিষ্ণুপদ সাহা।

বিদ্যালয়টি ০১/০১/১৯৯৪ ইং তারিথ হতে একাডেমিক স্বীকৃতি লাভ করে। ০১/০১/১৯৯৫ ইং তারিখে নবম শ্রেণী এবং ১৯৯৭ সালে অএ বিদ্যালয়ের ১ম S. S. C  পরীক্ষায় অংশ গ্রহণ করে।

২০১২ সাল থেকে পূণাঙ্গ ‍S. S. C পরীক্ষার কেন্দ্র হয়।‍

Follow us on Facebook

School Event

Days
Hours
Minutes
Seconds

টিভিতে সাক্ষাৎকার প্রধান শিক্ষক

আমাদের সম্পর্কে মতামত